[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে ইসির কাছে ব্যাখ্যা দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ৩:২৮ পিএম

ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি।

এ বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে দলটির একটি প্রতিনিধিদল।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়।

এ সময় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহও উপস্থিত ছিলেন।


বৈঠকে বিভিন্ন আইনি বিষয় ও নির্বাচনি আচরণবিধি নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের অবস্থান ভোটারদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। নির্বাচন প্রক্রিয়া যেন জটিল না হয় এবং ভোটাররা সহজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।


তিনি আরও জানান, পোস্টাল ব্যালট ব্যবস্থায় দেশের সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম ও প্রতীক অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে বিএনপি।

পাশাপাশি পোস্টাল ব্যালট পাঠানোর দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। দলটির অভিযোগ, এ ক্ষেত্রে দায়িত্ব পালনে ঘাটতি রয়েছে।


সালাহউদ্দিন আহমদ দাবি করেন, নির্বাচনি প্রক্রিয়ায় নানা অনিয়ম ও ভুল লক্ষ্য করা যাচ্ছে এবং এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করার অভিযোগ উঠে আসায় নির্বাচন কমিশনের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এর আগে বিএনপির নেতারা আচরণবিধি বাস্তবায়ন ও ব্যালটে প্রতীকের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

গত বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকটি ব্যালট পেপারের মাঝামাঝি স্থানে রাখায় ভাঁজ করলে তা স্পষ্টভাবে দৃশ্যমান হয় না। এ কারণে এখনো বিতরণ না হওয়া ব্যালট পেপার সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর