[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন আমান আযমী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ৮:০৮ এএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.)

 আব্দুল্লাহিল আমান আযমী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বুধবার (১৪ জানুয়ারি) তিনি গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন।


সেখানে তিনি শোকবইতে স্বাক্ষর করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবইতে সই করার পর তিনি নিজের লেখা একটি প্রকাশিত গ্রন্থ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেন।


বইটি গ্রহণ করে তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই দুঃসময়ে উপস্থিত হয়ে শোক জানানোয় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমীকে ধন্যবাদ জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর