[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

প্রমাণ থাকার পরও অস্বীকার, উল্টো গণমাধ্যমকে ক্ষমা চাইতে বললেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ৯:১১ পিএম

প্রমাণ থাকা সত্ত্বেও অভিযোগ অস্বীকার, সংবাদমাধ্যমের কাছে দুঃখপ্রকাশ চাইলেন

 মামুনুল হক
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দেওয়া কারণ দর্শানোর নোটিশের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের দাবি, তিনি কোনো সংসদীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাননি।


বুধবার দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, মামুনুল হক গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন তৈরির উদ্দেশ্যে লিফলেট বিতরণ করেছেন। দলটির ভাষ্য অনুযায়ী, গণভোট সংক্রান্ত প্রচার সংসদ নির্বাচনের প্রচারণার আওতাভুক্ত নয় এবং এটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না।


বিবৃতিতে আরও বলা হয়, একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মামুনুল হকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আইনি ও সাংবিধানিক প্রেক্ষাপট যথাযথভাবে বিবেচনা না করেই সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে দাবি করে খেলাফত মজলিস। এ কারণে সংশ্লিষ্ট সংবাদ সংশোধন ও দুঃখপ্রকাশের আহ্বান জানানো হয়।


এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঢাকা-১৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মামুনুল হককে একটি শোকজ নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের আগে নির্বাচন কমিশন ভবনের সামনে লিফলেট বিতরণ করে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিধি অনুযায়ী, ভোটগ্রহণের অন্তত তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ।


তবে সংবাদমাধ্যমের প্রতিবেদকের পর্যবেক্ষণে বলা হয়েছে, ঘটনাস্থলে মামুনুল হক সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, দোয়া চান এবং লিফলেট বিতরণ করেন—যার ভিডিও প্রমাণ সংরক্ষিত রয়েছে। প্রতিবেদকের মতে, প্রচলিত নির্বাচন বিধি এবং গণভোট সংক্রান্ত আইন অনুযায়ী প্রতীক বরাদ্দের আগেই এ ধরনের প্রচার কার্যক্রম প্রশ্নবিদ্ধ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর