আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতা নিয়ে যে সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল, তা অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি জানান।
এর আগে, বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) জোটের আসন সমঝোতা সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াও এই ১১ দলীয় জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), এবি পার্টি এবং এলডিপি।
এসআর
মন্তব্য করুন: