[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ নির্বাচন নিয়ে আলোচনা

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ১১:২৩ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়। নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। পাশাপাশি নারী অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে নারীদের দক্ষতা উন্নয়ন এবং সামগ্রিক সামাজিক অগ্রগতিতে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এছাড়াও বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো ও প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে—এমন আশাবাদও ব্যক্ত করা হয়।
এ সময় জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর