বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পাকিস্তানের অংশ হিসেবে দীর্ঘ ২৩ বছর থাকার সময় পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের সঙ্গে ন্যায়বিচারমূলক আচরণ করেনি।
সেই বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধেই ১৯৭০ সালের নির্বাচন ছিল এক ধরনের নীরব প্রতিবাদ।
সোমবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সত্তরের নির্বাচনের ধারাবাহিকতায় পরবর্তীতে শুরু হয় মুক্তিযুদ্ধ। অসংখ্য মানুষের আত্মত্যাগ ও ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার পথ রচিত হয় এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
তিনি আরও বলেন, ২০২৪ সালের অস্থির ও সংকটপূর্ণ সময়ে সেনাবাহিনীর দায়িত্বশীল অবস্থানের কারণে দেশ বড় ধরনের গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা পেয়েছে- এমনটাই তিনি ও তার দল মনে করেন। বিশেষ করে আগস্টের ৩, ৪ ও ৫ তারিখে সশস্ত্র বাহিনীর ভূমিকা না থাকলে বর্তমান বাস্তবতায় অনেক কিছুই সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামকে কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর কৃতিত্ব হিসেবে দেখার সুযোগ নেই। তার মতে, সেই সংগ্রামের প্রকৃত চালিকাশক্তি ছিল পুরো জাতি।
তিনি বলেন, পরিবর্তন, বিপ্লব বা গণঅভ্যুত্থানের ইতিহাসে দল হিসেবে কৃতিত্ব দাবি না করে, বরং বাংলাদেশের সাধারণ জনগণই ছিল সেই ঐতিহাসিক পরিবর্তনের মূল শক্তি।
এসআর
মন্তব্য করুন: