[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

রুমিন ফারহানা

সংসদে আমি কী করতে পারি তা আ.লীগের সময় আপনারা দেখেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ১০:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এলাকাবাসীর সামনে

 ব্যতিক্রমধর্মী এক প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হলে নিজের চিকিৎসা শুরু করবেন স্থানীয় সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকেই, যাতে স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র সামনে আসে এবং ব্যবস্থার উন্নতি নিশ্চিত করা যায়।
রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় সমর্থকেরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রুমিন ফারহানা বলেন, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়মিত ডাক্তার পাওয়া যায় না, প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতিরও অভাব রয়েছে। যদি জনপ্রতিনিধিরা নিজেরাই এসব কেন্দ্রে চিকিৎসা নিতেন, তাহলে সেবার মান স্বাভাবিকভাবেই উন্নত হতো। কিন্তু বাস্তবতা হলো, অধিকাংশ এমপি দেশের বাইরে চিকিৎসা নেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি প্রথমেই এলাকার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেবেন। তখন সেই কেন্দ্রের অব্যবস্থা আর চলতে পারবে না। সংসদে কীভাবে কথা বলতে হয় ও দাবি আদায় করতে হয়, তা তিনি অতীতে প্রমাণ করেছেন বলেও উল্লেখ করেন।


নিজের প্রার্থিতা প্রসঙ্গে রুমিন ফারহানা জানান, এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। প্রায় এক দশক ধরে তার সঙ্গে কাজ করা নেতাকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত মতামতের ভিত্তিতেই তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পেছনের কারণও তিনি খোলামেলা ব্যাখ্যা করেন।


তিনি বলেন, ২০১৭ সাল থেকে তিনি এই এলাকায় নিয়মিত কাজ করছেন। বিএনপির দায়িত্ব পেয়ে নিজের বাবার এলাকায় সংগঠনের জন্য কাজ করেছেন নিষ্ঠার সঙ্গে। পরে জোটের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হলে প্রতিটি ইউনিয়নের মানুষের মতামত নেন এবং সবাই তাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহ দেন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জকে উন্নয়নের দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলবেন।

 


নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তার কর্মীদের ভয় দেখানোর চেষ্টা হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। অতীতের একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, এক সময় তার এক কর্মীকে থানায় নেওয়া হলে তিনি গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করে তাকে মুক্ত করিয়েছিলেন। বর্তমান নির্দলীয় সরকারের সময়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলেও তিনি আশ্বাস দেন।


এই আসনের গুরুত্ব তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের দিকে দেশ-বিদেশের গণমাধ্যম ও পর্যবেক্ষকদের নজর থাকবে। এখানে সামান্য অনিয়মও বড় খবর হয়ে উঠবে। অতীতের ভুল থেকে সবাই শিক্ষা নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।


শেষে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, তারা পাশে থাকলে জনগণের স্বার্থে কাজ করতে তিনি এক মুহূর্তও পিছপা হবেন না।
উল্লেখ্য, রুমিন ফারহানা আগে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ডিসেম্বরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর