[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

এনসিপির ১২ নেতার একযোগে পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ৮:৩০ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখায় বড় ধরনের ভাঙনের ঘটনা ঘটেছে।

শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনের নেতৃত্বে সংগঠনের মোট ১২ জন নেতা-কর্মী একসঙ্গে পদত্যাগ করেছেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের ঘোষণা দেন আলী হুসাইন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য নেতারাও দল ছাড়ার কথা জানান।


পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান এবং সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।


লিখিত বক্তব্যে আলী হুসাইন বলেন, ২০২৫ সালের ৩ জুন থেকে তিনি এনসিপির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে আদর্শ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার সঙ্গে দলের অবস্থানের মিল পাওয়া যাচ্ছে না।


তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ও রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে সংগঠনের বর্তমান দৃষ্টিভঙ্গির অসামঞ্জস্যতার কারণে দলটির সঙ্গে পথচলা অব্যাহত রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

ব্যক্তি দর্শনের সঙ্গে দলের রাজনৈতিক দর্শনের দ্বন্দ্বের বিষয়টি উল্লেখ করে তিনি আনুষ্ঠানিকভাবে প্রধান সমন্বয়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য নেতারাও একই যুক্তিতে দলীয় সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর