বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান কঠিন বাস্তবতায় সারা দেশের মানুষ গভীর আশা ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা তারেক রহমানের দিকে তাকিয়ে রয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীতে একটি হোটেলে আয়োজিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, এমন এক সময়ে তারেক রহমান দেশে ফিরেছেন, যখন জাতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বিদেশে অবস্থান করেও তারেক রহমান যে বার্তা ও দিকনির্দেশনা দিয়েছেন, তা মানুষকে নতুন করে আশাবাদী করেছে। তার মতে, এই প্রত্যাশার মধ্য দিয়েই দেশে একটি উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।
বক্তব্যের শুরুতে বিএনপির মহাসচিব দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে প্রাণ হারানোদের স্মরণ করেন। তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথে যেসব তরুণ, শিক্ষার্থী ও শিশু আত্মত্যাগ করেছেন, জাতি তাদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
সকাল ১১টায় ঢাকার হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমান নিজে উপস্থিত সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, টেলিভিশন ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহী এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: