গণভোটে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান
জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই ভোট ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, জাতি একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি মত প্রকাশের সুযোগ পাচ্ছে এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে।
তার মতে, ‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়া, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানো এবং ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে অগ্রসর হওয়া। তিনি বিশ্বাস করেন, এই ভোট একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সূচনা হতে পারে।
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মাত্র ভোটও সত্য ও ন্যায়ের পক্ষে বড় শক্তি হয়ে উঠতে পারে।
এসআর
মন্তব্য করুন: