বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এর আগে দুপুরেই দলের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
দলীয় একটি সূত্র জানায়, এটি নিয়মিত বা পূর্বনির্ধারিত বৈঠক নয়। ফলে নির্দিষ্ট কোনো লিখিত এজেন্ডা নির্ধারণ করা হয়নি। তবে রাজনৈতিক দিক থেকে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এ বৈঠকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ তৈরি হলেও সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতায় এগোচ্ছে দলটি। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় নেতৃত্বের প্রশ্নে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এসআর
মন্তব্য করুন: