শহীদ ওসমান হাদির ওপর হামলার এক মাস পূর্তি উপলক্ষে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলা
খুনিদের দ্রুত বিচার এবং আধিপত্যবাদবিরোধী আন্দোলনের আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশ চলাকালে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। অংশগ্রহণকারীদের কণ্ঠে শোনা যায়— ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘রক্ত বন্যা, ভেসে যাবে অন্যায়’, ‘ছাত্র আন্দোলন জেগে উঠেছে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, *‘গোলামি নয়, আজাদি চাই’*সহ আরও বিভিন্ন প্রতিবাদী স্লোগান।
বক্তারা বলেন, ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনো হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই, যা অত্যন্ত হতাশাজনক। তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আরিয়ান হোসেন ইমন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোস্তফা হোসাইন, ঢাকা পূর্ব শাখার সহসভাপতি মাইনুল ইসলাম, ঢাকা পশ্চিম শাখার সহসভাপতি এইচ এম হাবিবুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসআর
মন্তব্য করুন: