[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

সচিবালয়ে ঢুকে বিক্ষোভকারীদের ২৬ জনই ছাত্রলীগের কর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪ ৮:২২ পিএম

গতকাল বুধবার বিকেলে সচিবালয়ের ভেতরে ঢুকে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

এইচএসসিতে ‘বৈষম্যহীন’ ফলের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভকারীদের মধ্যে গ্রেপ্তার ২৬ জন ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

এ মামলায় ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আর ২৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত, দাবি ডিএমপির। 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর