[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬ ১০:২৫ পিএম

নিহত আজিজুর রহমান মুসাব্বির

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির।

বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে কাজীপাড়া-গ্রিনরোড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।

গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত আজিজুর রহমান মুসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর