[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

নিউ ইস্কাটনে গণসংহতি আন্দোলন হাতিরঝিল থানার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

মোঃ ফয়সাল চৌধুরী

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬ ৬:৫৫ পিএম

রাজধানীর নিউ ইস্কাটনে গত ০২ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টায় গণসংহতি আন্দোলন-এর হাতিরঝিল থানার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর-এর সদস্য সচিব মাহবুব রতন এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

 

সভায় সংগঠন গড়ে তোলা ও সংগঠন পরিচালনার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সৈকত আরিফ। তিনি বলেন, গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নিতে শক্তিশালী ও গণভিত্তিক সংগঠন গড়ে তোলা জরুরি।

 

সভা শেষে উপস্থিত প্রতিনিধিদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে হাতিরঝিল থানার ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত কমিটি গৃহীত হয়। সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করে মাহবুব রতন বলেন, ভবিষ্যতে গণমানুষের স্বার্থে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে নতুন নেতৃত্বকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিনিধি সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর