[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

দু–এক দিনের মধ্যেই বিএনপির চেয়ারম্যান পদে বসছেন তারেক রহমান: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ৮:০৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, আগামী দু–এক দিনের মধ্যেই তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন। একই সঙ্গে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনি প্রচার কার্যক্রম সিলেট থেকেই শুরু করা হবে।


তিনি বলেন, এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণের সেই অধিকার পুনরুদ্ধারের সুযোগ এসেছে।


বিএনপি মহাসচিব আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়া মর্যাদাপূর্ণভাবে রাজনীতি থেকে বিদায় নিয়েছেন।

একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আগামী দিনে সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান সময় ও সুযোগকে কাজে লাগাতে হবে। গণতন্ত্র কোনো একদিনে প্রতিষ্ঠিত হয় না, গণতান্ত্রিক চর্চাও একদিনে গড়ে ওঠে না। একটি কার্যকর ও গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


উল্লেখ্য, ব্যক্তিগত সফরে সিলেট সফরকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর