মোহনগঞ্জ ও খালিয়াজুরী) থেকে বিএনপির মনোনীত প্রার্থী
লুৎফুজ্জামান বাবর এবং তার স্ত্রী, স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান শ্রাবনীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নেত্রকোণা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান।
মনোনয়ন বৈধ হওয়ার পর লুৎফুজ্জামান বাবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সবার কাছে দোয়া কামনা করেন। পোস্টে তিনি উল্লেখ করেন যে, নেত্রকোণা–৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার মনোনয়ন অনুমোদিত হওয়ায় তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর নেতাকর্মীসহ দেশবাসীর কাছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দোয়া প্রার্থনা করেন।
তিনি আরও লেখেন, আল্লাহ যেন এই নির্বাচনী যাত্রায় তাদের সহায় হন এবং দেশ ও দলকে এগিয়ে নেওয়ার শক্তি দেন।
এদিকে, এই আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই শেষে চারজনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। অপরদিকে, মামলা চলমান থাকায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্মা রানীর মনোনয়ন বাতিল করা হয় এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
এসআর
মন্তব্য করুন: