[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

হাদির সমাধিস্থলে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ১১:২৯ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান

হাদির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার পর তিনি সেখানে পৌঁছান।
দলীয় সূত্রে জানা যায়, হাদির কবর জিয়ারতের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে তারেক রহমানের। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতারা।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান নেন এবং স্লোগানে মুখর হয়ে ওঠেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতা জানান, তাদের নেতার ক্যাম্পাসে আগমন ঘিরে তারা তাকে স্বাগত জানাতে প্রস্তুত।
অন্যদিকে, শহীদ হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে শাহবাগ মোড় থেকে সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়। পরে দুপুরে পুনরায় শহীদ হাদি চত্বরে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সংগঠনটি বিচার দাবিতে দেশবাসীকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর