বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন
উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল মানুষের সমাগম ঘটে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটসহ সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতার দেশে ফেরাকে ঘিরে সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ঢাকায় জড়ো হন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই জনসমাগমের ফলে রাজধানীর স্বাভাবিক জনজীবনে যে ভোগান্তি তৈরি হয়েছে, সে বিষয়ে দলটি গভীরভাবে অনুতপ্ত। অনাকাঙ্ক্ষিত এই অসুবিধার জন্য বিএনপি দেশবাসী ও নগরবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে।
এসআর
মন্তব্য করুন: