[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

মেট্রোরেলের টিকিটে ভ্যাট প্রত্যাহার, সরকারের রাজস্ব ঘাটতি ৪০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ২:০১ এএম

সংগৃহীত ছবি

মেট্রোরেলের টিকিটের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ কারণে প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব কমে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রেস সচিব।

তিনি বলেন, “ঢাকাবাসীর যাতায়াতে মেট্রোরেল যুগান্তকারী অবদান রাখছে। জনস্বার্থের কথা বিবেচনায় টিকিটের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।”

২০২৪ সালের ১ জুলাই তৎকালীন সরকার মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করে।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের চালু হওয়া এবং পরের বছর মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ চালু হওয়ার পর প্রতিদিন প্রায় আড়াই লাখ যাত্রী এ পরিবহনব্যবস্থায় চলাচল করেন।

এ ছাড়া রমজানকে সামনে রেখে খেজুরের ওপর ট্যাক্স ৫২.২ শতাংশ থেকে কমিয়ে ৪০.৭ শতাংশ করার সিদ্ধান্তও জানানো হয়।

সভায় আরও তিনটি নতুন আইন উত্থাপন করা হয়। এর মধ্যে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ এবং রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স (সংশোধনী ২০২৫) চূড়ান্ত অনুমোদন পায়। পাশাপাশি আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর