[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

তিন বিভাগে ভারি বর্ষণের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫ ৬:২৮ এএম

ফাইল ছবি

মৌসুমী বায়ু বর্তমানে দেশের উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে, তবে অন্যান্য অঞ্চলে এর প্রভাব তুলনামূলক কম।

এ কারণে উত্তরাঞ্চলে আগামী সোমবার পর্যন্ত ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের জন্য ভারি ও অতি ভারি বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

এই তিন বিভাগে কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার (ভারি) এবং ৮৯ মিলিমিটার বা তার বেশি (অতি ভারি) বর্ষণ হতে পারে।

সতর্কতা জারি করা হয়েছে আগামী সোমবার সকাল ১০টা পর্যন্ত, এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওই সময়ে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর