[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

যমুনা সেতুর দুই পাশের থানার নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫ ৬:২৯ পিএম

ফাইল  ছবি

বাংলাদেশ পুলিশ প্রশাসনের আওতাধীন বঙ্গবন্ধু সেতুর দুই পাশের দুটি থানার নাম পরিবর্তন করেছে সরকার।

এখন থেকে এই দুটি থানার নতুন নাম হবে যথাক্রমে যমুনা সেতু পূর্ব থানাযমুনা সেতু পশ্চিম থানা

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

নতুন নাম হওয়া থানাগুলো:

  • টাঙ্গাইল জেলা পুলিশের অধীন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এখন থেকে হবে যমুনা সেতু পূর্ব থানা
  • সিরাজগঞ্জ জেলা পুলিশের অধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এখন থেকে হবে যমুনা সেতু পশ্চিম থানা

এর আগে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সরকার ‘বঙ্গবন্ধু সেতু’-র নাম পরিবর্তন করে এর আনুষ্ঠানিক নাম ‘যমুনা সেতু’ ঘোষণা করে। সংশ্লিষ্ট স্থাপনার নামের সঙ্গে মিল রেখে থানাগুলোর নামও সংশোধন করা হয়েছে বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর