[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

দেশীয় পোস্টাল ব্যালটে নকশা পরিবর্তনের ভাবনা ইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ১:১৮ পিএম

সংগৃহীত ছবি

দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তন আনার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদমাধ্যমকে ফোনে দেওয়া বক্তব্যে তিনি জানান, প্রবাসী ভোটারদের জন্য যেসব পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে, সেগুলোর নকশায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে দেশের ভেতরে ব্যবহারের জন্য নির্ধারিত পোস্টাল ব্যালটের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সংশোধনের সুযোগ রয়েছে।


ইসি মাছউদ বলেন, আসনভিত্তিক প্রার্থীদের নাম যুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর একটি পরিকল্পনা কমিশনের আলোচনায় রয়েছে। কারণ দেশের অভ্যন্তরের ব্যালট এখনো ছাপা হয়নি, ফলে সেখানে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছাতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। সেই সময়সীমা বিবেচনায় নিয়ে প্রবাসীদের জন্য নির্ধারিত ব্যালটে কোনো ধরনের পরিবর্তন করা যাচ্ছে না। ফলে সেগুলো আগের নকশাতেই বহাল থাকছে।


প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসী ভোটারদের কাছে ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। ইসির তথ্যমতে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার। এর মধ্যে প্রায় আট লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন।


অন্যদিকে, দেশের ভেতরে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ভোটগ্রহণ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটার মিলিয়ে ৭ লাখ ৬১ হাজারের বেশি মানুষ পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।


তবে একই ঠিকানায় বিপুল সংখ্যক ব্যালট পাঠানো কিংবা ব্যালট বিতরণে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন বিশ্লেষকরা। তাঁদের মতে, এসব বিষয় ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর