[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

যুক্তরাজ্যে ওসমান হাদীর ভাইকে সহকারী হাইকমিশনে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ১২:২০ এএম

ওসমান হাদির ও ওমর বিন হাদি

অন্তর্বর্তী সরকার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদির ভাই অন্তর্বর্তী সরকার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে চুক্তিভিত্তিকভাবে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।কে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে চুক্তিভিত্তিকভাবে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের দিন থেকে তিন বছরের জন্য ওমর বিন হাদিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

চাকরির মেয়াদে তিনি কোনো ধরনের ব্যবসা, পেশা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।


উল্লেখ্য, বর্তমানে বার্মিংহামের ওই মিশনে দ্বিতীয় সচিব পদটি বিদ্যমান নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মতে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হলে সে অনুযায়ী পদটি স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর