[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়ে কোনো চাপ নেই: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ১০:৫৯ পিএম

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরকারের ওপর কোনো ধরনের চাপ নেই এবং আওয়ামী লীগকে ভোটের মাঠে আনতে কেউ জোরও দিচ্ছে না।

তিনি বলেন, “হয়তো কেউ বলত, কিন্তু আওয়ামী লীগ কি সেই সুযোগ তৈরি করেছে? তারা কি নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেছে? গুম ও হত্যার ঘটনাগুলো তো আন্তর্জাতিকভাবেই আলোচিত।

তবে দলটির সমর্থকরাও এবার ভোটাধিকার প্রয়োগ করবেন।”

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা শোনা যাচ্ছে, তা মূলত ইউটিউব ও টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছড়ানো হচ্ছে। “কিছু মানুষ শুধুই ভিউ পাওয়ার আশায় এসব প্রচার করছে। বাস্তবে নির্বাচন নিয়ে কোনো সংশয়ের কারণ নেই,” বলেন তিনি।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত নভেম্বর মাসে দলটির কার্যকলাপ দেশবাসী প্রত্যক্ষ করেছে। নেত্রীর রায়ের আগে হরতাল, ককটেল বিস্ফোরণ, উপাসনালয় ও গণপরিবহনে হামলার মতো ঘটনাগুলো তার উদাহরণ। “তারা দু-একটি ককটেল ছুড়তে পারে, কিন্তু দেশের মানুষ এসব আর গ্রহণ করবে না,” যোগ করেন তিনি।
এর আগে একই দিন সকালে আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণভোট নিয়ে সমালোচনার জবাবে শফিকুল আলম বলেন, যারা এ বিষয়ে নেতিবাচক মন্তব্য করছেন, তাদের বিষয়টি সম্পর্কে ধারণা সীমিত। তিনি বলেন, “বিশ্বের প্রায় সব দেশেই সরকার গণভোটে কোনো না কোনো অবস্থান নেয়—কখনো ‘হ্যাঁ’, কখনো ‘না’।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে।

দেশে দীর্ঘদিনের অপশাসনের অবসান ঘটাতে হবে। ভবিষ্যতে যেন শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্যই আমরা ‘হ্যাঁ’ ভোটের কথা বলছি। দুর্নীতি ও লুটপাট বন্ধ করতেই এই সংস্কার প্রয়োজন,” বলেন তিনি।


শফিকুল আলম অভিযোগ করেন, বিগত সরকারের সময় ব্যাংকিং খাতসহ বিভিন্ন জায়গা থেকে অর্থ লুটপাট হয়েছে, যার দায় এখন বর্তমান সরকারের কাঁধে এসে পড়েছে।


এদিন সকালে তিনি আখাউড়ার খড়মপুরে অবস্থিত হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতৃবৃন্দ।


পরে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। সভায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত প্রমুখ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর