[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

আপিলে ১৭ প্রার্থীর মনোনয়ন বহাল থাকল না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ৯:৫০ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের সপ্তম দিনের শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) ১৮টি আবেদন গ্রহণ এবং ১৭টি আবেদন প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার বিকেল ৩টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সব সদস্য এতে অংশ নেন।


নির্ধারিত দিনে মোট ৪৩টি আপিলের শুনানি হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিলে কমিশন প্রার্থীদের পক্ষে রায় দেয়। একই ধরনের আরও ১৭টি আপিল আবেদন নাকচ করা হয়। পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা ৪টি আপিলও খারিজ করেছে ইসি।
শুনানিতে কিছু জটিলতা থাকায় ৪টি আপিলের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত না দিয়ে সেগুলো রায়ের জন্য মুলতবি রাখা হয়েছে।


ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত আপিলের শুনানি হবে। পরদিন রোববার (১৮ জানুয়ারি) ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিল এবং মুলতবি থাকা আবেদনগুলোর নিষ্পত্তির মাধ্যমে আপিল কার্যক্রম শেষ হবে।


প্রসঙ্গত, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন নির্বাচন কমিশনে জমা পড়ে। এর আগে ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা দেশের ৩০০ আসনে দাখিল করা ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর