[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

হাদি হত্যার বিচার দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ৩:৩৪ পিএম

সংগৃহীত ছবি

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি টিএসসি হয়ে শাহবাগ সড়ক ঘুরে আবার টিএসসিতে এসে শেষ হয়। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন আন্দোলনকারীরা।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে চত্বর মুখরিত করে তোলে। স্লোগানের মাধ্যমে তারা হত্যার বিচার, ন্যায়বিচার ও আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, তরুণ সমাজকে অবজ্ঞা করে কখনোই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।


তিনি আরও বলেন, হাদি হত্যার মাধ্যমে আন্দোলন বা তরুণদের কণ্ঠ রোধ করা যাবে—এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বরং এ ঘটনার পর তরুণ সমাজ আরও সংগঠিত ও সচেতন হয়েছে।
হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের এই আন্দোলন চলবে বলেও জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর