[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার স্মরণে নাগরিক শোকসভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ১১:১৮ এএম

নাগরিক সমাজের উদ্যোগে আজ শুক্রবার বেলা আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক


 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে তথ্য:


নাগরিক সমাজের পক্ষে অধ্যাপক মাহবুব উল্লাহ জানান, শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না।


প্রধান বক্তা ও অংশগ্রহণকারীরা:


বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেবেন।


রাজনৈতিক নেতারা দর্শকসারিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


পরিবার ও বিশেষ অতিথি:


বিএনপির চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য শোকসভায় অংশ নেবেন।


কূটনৈতিক অংশগ্রহণ:


বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ছাড়াও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।


প্রবেশপথ ও সময়সূচি:


প্রবেশপথ সাড়ে ১২টা থেকে খোলা হবে। শোকসভা দুপুর আড়াইটায় শুরু হবে। অংশগ্রহণকারীদের আমন্ত্রণপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর