জুলাই মাসের গণআন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা থেকে সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ একটি দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের আইনবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি বলেন, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত রাজনৈতিক প্রতিরোধ আন্দোলনের প্রেক্ষাপটে যেসব ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো সরকারিভাবে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এ সংক্রান্ত কোনো নতুন মামলা গ্রহণ করা হবে না বলেও জানান তিনি।
আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, জুলাইয়ের গণআন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা রুজু হয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: