নির্বাচন কমিশনের গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী সীমানা নির্ধারণে কোনো আইনি বাধা না থাকায় পাবনা-১ ও পাবনা-২ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করা যাবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট আদেশ প্রদান করেন।
আদালতের এই আদেশের ফলে নির্ধারিত সময় অনুযায়ী উল্লিখিত দুটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হলো।
এসআর
মন্তব্য করুন: