[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ১২:১৮ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং।


এর আগে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকগুলোতে তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। বিএনপির মিডিয়া সেল জানায়, এসব বৈঠক ছিল রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ।


প্রথম দফায় ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন ন্যাশনাল লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, এলডিপির এমএ বাসারসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা।


পরবর্তী সময়ে সমমনা জোটের বৈঠকে উপস্থিত ছিলেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকীসহ একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।


বৈঠকে জোট নেতারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা জানান, অতীতে একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের যে অঙ্গীকার বিএনপি করেছে, তার ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে জোটভুক্ত কয়েকজন নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। যারা মনোনয়ন পাননি, তারা এতে অসন্তুষ্ট নন বলেও জানান নেতারা।

ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে জোট নেতাদের যথাযথ মূল্যায়নের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।


জবাবে তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনেও অতীতের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপি সরকার গঠন করতে পারলে যোগ্যতা ও অবদান অনুযায়ী জোট শরিকদের মূল্যায়ন করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর