[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

নির্বাচন কমিশনে আপিল শুনানির পঞ্চম দিন চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ১২:৪৯ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিল আবেদনের শুনানির পঞ্চম দিনে প্রবেশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি বিকাল ৫টা পর্যন্ত চলবে।
রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে এবার ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আজকের দিনে ২৮১ থেকে ৩৮০ নম্বর পর্যন্ত আপিলগুলোর শুনানি নির্ধারণ করা হয়েছে।


গত শনিবার থেকে ধারাবাহিকভাবে এই শুনানি কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ৫১ জন প্রার্থী বৈধতা ফিরে পান। পরদিন রোববার ৫৭ জনের মনোনয়ন গ্রহণযোগ্য ঘোষণা করা হয়। সোমবার আরও ৪১ জন প্রার্থী আপিলে সফল হন। আর মঙ্গলবার ৫৩ জনের আপিল মঞ্জুর করা হয়। ফলে চার দিনে মোট ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।


নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর