বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের অবস্থানের।
সর্বশেষ সূচকে পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা মোট ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। যুক্তরাজ্যভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এই সূচক প্রকাশ করেছে।
হেনলি পাসপোর্ট সূচকের সর্বশেষ তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির স্কোর ১৯২, অর্থাৎ সিঙ্গাপুরের নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের স্কোর ১৮৮।
সূচকের নিয়ম অনুযায়ী, সমান স্কোর পাওয়া একাধিক দেশকে একই অবস্থানে রাখা হয়। সে হিসেবে ১৮৬ স্কোর নিয়ে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে।
চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে—এই দেশগুলোর স্কোর ১৮৫। পঞ্চম অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যাদের স্কোর ১৮৪।
ষষ্ঠ স্থানে আছে ক্রোয়েশিয়া, চেকিয়া, এস্তোনিয়া, মাল্টা, পোল্যান্ড এবং নিউজিল্যান্ড—এই দেশগুলোর স্কোর ১৮৩। সপ্তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিচেনস্টাইন ও যুক্তরাজ্য, যাদের স্কোর ১৮২।
অষ্টম স্থানে যৌথভাবে আছে কানাডা, আইসল্যান্ড ও লিথুয়ানিয়া (স্কোর ১৮১)। নবম অবস্থানে মালয়েশিয়া, স্কোর ১৮০। শীর্ষ দশের শেষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, যার স্কোর ১৭৯।
উল্লেখ্য, হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ (IATA)-এর ভ্রমণ তথ্য বিশ্লেষণ করে প্রতি বছর এই পাসপোর্ট সূচক প্রকাশ করে থাকে।
এসআর
মন্তব্য করুন: