[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

সৌদি আরব থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার আনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ৫:১১ পিএম

সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় ধরা

হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


বৈঠক সূত্র জানায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে উল্লিখিত পরিমাণ ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই ক্রয়ে ব্যয় হবে ১ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।


এছাড়া জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের একই প্রতিষ্ঠানের সঙ্গে মোট ৬ লাখ ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি রয়েছে। এর মধ্যে নিয়মিত চাহিদা পূরণে ৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন এবং জরুরি ও আপদকালীন পরিস্থিতি কিংবা দেশীয় সার কারখানায় উৎপাদন ঘাটতি দেখা দিলে অতিরিক্ত ৩ লাখ মেট্রিক টন সার আমদানির ব্যবস্থা রাখা হয়েছে।


চুক্তি অনুযায়ী, প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯০ মার্কিন ডলার। সেই হিসাবেই ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর