[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

আগামী নির্বাচন বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ১২:৩৬ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটের ফলই ঠিক করে দেবে বাংলাদেশ কোন পথে অগ্রসর হবে- এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মূলত চাকরিমুখী করে গড়ে তোলা হচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, চাকরির পেছনে ছোটা বাদ দিয়ে কেন তরুণরা উদ্যোক্তা হওয়ার সাহস দেখাচ্ছে না। শিক্ষাব্যবস্থায় সৃজনশীলতা ও উদ্যোগকে আরও উৎসাহিত করার ওপর তিনি গুরুত্ব দেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বর্তমানে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গড়ে উঠছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক ইঙ্গিত। এসব দলের অনেক তরুণ নেতা ভবিষ্যৎ নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন—এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এ সময় তরুণ প্রজন্মকে স্বপ্নবান হওয়ার পাশাপাশি দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ড. ইউনূস।
উল্লেখ্য, সম্মেলনে বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও উচ্চশিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

এছাড়া যুক্তরাজ্য, মালয়েশিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক, কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর