[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ১:৫৪ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা–২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষর করেন।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ সময় যাতে নির্বাচনী পরিবেশ কোনোভাবে বিঘ্নিত বা প্রভাবিত না হয়, সে জন্য পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


স্থগিতাদেশের আওতায় রয়েছে— শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, সাংবাদিক ইউনিয়ন ও সমিতি, বণিক সমিতি ও চেম্বার অব কমার্স, সমবায় ও ট্রেড ইউনিয়নসহ নিবন্ধিত ও অনিবন্ধিত সব সংগঠনের নির্বাচন।


নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, এসব সংগঠনের কোনো নির্বাচন থাকলে তা ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে।
নির্বাচন কমিশনের মতে, জাতীয় নির্বাচন চলাকালে বিভিন্ন সংগঠনের নির্বাচনী কার্যক্রম ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, সংঘাত কিংবা বিশৃঙ্খলা এড়াতেই এ সতর্কতামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর