[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ঢাকায় এলেন বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ৯:৪০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।


কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন ক্রিস্টেনসেন। এর অংশ হিসেবে আগামী দুদিনের মধ্যে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


পরবর্তীতে আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার কথা রয়েছে তার।
এর আগে, গত ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিক শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস তাকে শপথ পাঠ করান। শপথ গ্রহণের পর ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।


নিজের অনুভূতি জানিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাওয়াকে তিনি বড় সম্মান হিসেবে দেখছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ তার কাছে পরিচিত একটি দেশ এবং এখানে আবার ফিরে আসতে পেরে তিনি আনন্দিত। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নে ভূমিকা রাখাই তার লক্ষ্য।


উল্লেখ্য, এর আগেও ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে কাজ করেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন এবং পরে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে অবসর গ্রহণ করেন। তার বিদায়ের পর সাময়িকভাবে ঢাকায় মার্কিন দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন ট্রেসি অ্যান জ্যাকবসন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর