আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি সম্পন্ন হয়েছে।
এদিন মোট ৭০টি আপিল আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি গ্রহণ করে নির্বাচন কমিশন।
শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ২৩ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। এ ছাড়া পাঁচটি আবেদন বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে এবং একজন প্রার্থী নিজ আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: