আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনে ৭০ জন প্রার্থীর আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুনানি শেষে ৫৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে আপিল শুনানি শেষ হলে কমিশন সূত্রে এসব তথ্য জানা যায়।
ইসি জানায়, বিভিন্ন আইনগত ও কারিগরি কারণে সাতজন প্রার্থীর আপিল গ্রহণযোগ্য হয়নি।
এ ছাড়া আরও ছয়জন প্রার্থীর আবেদন আপাতত মুলতবি রাখা হয়েছে। যাদের আপিল পেন্ডিং রয়েছে, তাদের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল বা ব্যাখ্যা দেওয়ার জন্য আলাদা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এদিকে আগের দিন বিবেচনাধীন থাকা মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও আজ মঞ্জুর করা হয়েছে।
উল্লেখ্য, আপিল শুনানি কার্যক্রম শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিল এবং দ্বিতীয় দিনে ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে।
তফসিল অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে।
এসআর
মন্তব্য করুন: