মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে বিনামূল্যে দুটি বিএসটিআই অনুমোদিত হেলমেট দেওয়াকে বাধ্যতামূলক করতে নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিআরটিএ চেয়ারম্যান জানান, মোটরসাইকেল বিক্রেতাদের জন্য একটি পৃথক নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
অনুমোদন পেলেই মোটরসাইকেল বিক্রির সঙ্গে ক্রেতাকে বাধ্যতামূলকভাবে দুইটি মানসম্মত (বিএসটিআই অনুমোদিত) হেলমেট ফ্রি দিতে হবে।
তিনি আরও বলেন, মোটরসাইকেল চালকের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা রাখা হবে না। নির্ধারিত বয়স পূর্ণ না হলে লাইসেন্স দেওয়া হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরে বিআরটিএ চেয়ারম্যান বলেন, দেশে সংঘটিত মোট দুর্ঘটনার প্রায় ৭৩ শতাংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট। এসব দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের একটি বড় অংশের বয়স ৫ থেকে ২৯ বছরের মধ্যে, যারা দেশের ভবিষ্যৎ প্রজন্ম। এই বিষয়ে কোনো আপস করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য তরুণ জনগোষ্ঠীর প্রাণহানি কমানো জরুরি। এজন্য আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
বিআরটিএর কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সংস্থাটিকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হচ্ছে। খুব শিগগিরই সব সেবা অনলাইনে চালু করা হবে, যাতে সাধারণ মানুষকে আর হয়রানির মুখে পড়তে না হয়।
আশা করা হচ্ছে, চলতি মাসের শেষ নাগাদ অনলাইন সেবা কার্যক্রম শুরু করা যাবে।
তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএ এককভাবে কাজ করতে পারে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিআরটিএ নোয়াখালী সার্কেলের উদ্যোগে মোট ৪১টি পরিবারকে এক কোটি ৬৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়।
জানা গেছে, নোয়াখালী জেলায় নিহত ২০ জনের পরিবার ও আহত ১ জনসহ ২১টি পরিবারকে ১ কোটি ১ লাখ টাকা এবং লক্ষ্মীপুর জেলায় নিহত ১১ জনের পরিবার ও আহত ৯ জনসহ ২০টি পরিবারকে ৬৪ লাখ টাকা দেওয়া হয়।
নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিআরটিএ পরিচালক (যুগ্ম সচিব) রুবাইয়াৎ-ই-আশিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসআর
মন্তব্য করুন: