[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ১২:৪৯ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯

আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ডা. তাসনিম জারা। রিটার্নিং কর্মকর্তার কাছে বাতিল হওয়া তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে পুনরায় বৈধতা পেয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন ঢাকা-৯ আসনের এই স্বতন্ত্র প্রার্থী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর