রাজধানীর কাওরান বাজার এলাকার স্টার কাবাব সংলগ্ন গলিতে সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান শ্যুটারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি সূত্র জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন গুলি চালানো ব্যক্তি জিনাত এবং হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত বলে সন্দেহভাজন বিল্লাল। অপর একজনকে তাদের সহযোগী হিসেবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, যিনি মুছাব্বির নামে পরিচিত, তাকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় পরদিন তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলাটি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও অন্য জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এসআর
মন্তব্য করুন: