আগামী নির্বাচনকে কেন্দ্র করে গুজব ও অপতথ্য প্রতিরোধে
গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি এ ক্ষেত্রে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।
শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত নির্বাচন সাংবাদিকতা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর সেমিনার কক্ষে শুরু হওয়া দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
তথ্য সচিব বলেন, গণভোট সম্পর্কে সারাদেশের ভোটারদের সচেতন করতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা প্রয়োজন। তিনি বলেন, “এই সময়ে আপনাদের দায়িত্বশীল ও শক্তিশালী লেখনী খুবই জরুরি। গুজব ও বিভ্রান্তি রোধে আমাদের পাশে থাকবেন। সবাই একসঙ্গে কাজ করলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে এবং ভোটারদের গণভোট বিষয়ে সচেতন করা সম্ভব হবে।”
তিনি আরও জানান, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে গণভোটের বার্তা পৌঁছে দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে দেশের ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলায় ‘ভোটালাপ’ উঠান বৈঠক ও ‘টেন মিনিট ব্রিফ’ কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে গণভোটের নিয়ম শেখাতে কাজ করছেন ‘তথ্যআপা’। তরুণ, নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটে অংশগ্রহণ বাড়াতে মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
পিআইবি পরিচালক কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্মসচিব রিয়াসাতুল ওয়াসিফ এবং জ্যেষ্ঠ প্রশিক্ষক গোলাম মুর্শেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল।
এই কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
এসআর
মন্তব্য করুন: