বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার
সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দলটির মিডিয়া সেল সূত্র জানায়, একই দিনে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে তারেক রহমানের সঙ্গে আরও কয়েকজন বিদেশি প্রতিনিধি সাক্ষাৎ করেন। সন্ধ্যা ছয়টার দিকে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ এবং বিকেল পাঁচটার দিকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পৃথকভাবে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
এসআর
মন্তব্য করুন: