সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করে জানান, আপিল বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, আদালত থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে- পাবনা-১ ও ২ আসনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ধরনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা যাবে না।
এ কারণে উক্ত দুই আসনে ভোটগ্রহণসহ সংশ্লিষ্ট সব নির্বাচন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, আদালতের পরবর্তী আদেশ অনুযায়ী এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: