বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ও
তার রাজনৈতিক অবদানের প্রতি সম্মান জানাতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত শোক বই স্বাক্ষর কর্মসূচির আয়োজন করে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এ উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা, সংবাদমাধ্যমকর্মী, কুয়েত সরকারের কর্মকর্তাসহ প্রবাসী গণ্যমান্য ব্যক্তিরা দূতাবাসে উপস্থিত হয়ে শোক বইতে স্বাক্ষর করেন।
এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও উত্তরাধিকারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে কুয়েতের রাষ্ট্রীয় পর্যায় থেকেও সমবেদনা জানানো হয়েছে। কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক বার্তায় শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন।
শোক বইতে স্বাক্ষর কিংবা বার্তার মাধ্যমে সমবেদনা জানানো সকল বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের প্রতি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: