দেশজুড়ে আবারও শীতের তীব্রতা বেড়েছে।
ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে উত্তরাঞ্চল থেকে শুরু করে মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। অনেক জায়গায় দিনের বেলাতেও সূর্যের দেখা মিলছে না। কুয়াশার সঙ্গে হিমালয় অঞ্চল থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও প্রায় এক ডিগ্রি সেলসিয়াস কমেছে।
সোমবার রাজশাহী বিভাগের আট জেলা ছাড়াও কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর ও দিনাজপুরসহ মোট ১২টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে রাজধানী ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। ভোর থেকে দুপুর পর্যন্ত অনেক স্থানে ৫০ থেকে ১০০ মিটারের বেশি দূরত্বে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। এতে সড়ক ও নৌপথের চলাচলেও বিঘ্ন ঘটছে।
কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দুর্ঘটনা এড়াতে রোববার গভীর রাতে ফেরি চলাচল বন্ধ করা হলেও আজ সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচল শুরু হয়।
আরিচা-কাজীরহাট নৌপথে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সোয়া ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা গেছে, সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে—৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে—৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
যদিও ঢাকায় তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কিছুটা বেড়েছে, তবু কুয়াশার কারণে শীতের অনুভূতি কমেনি।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, শৈত্যপ্রবাহের এলাকা সম্প্রসারিত হয়েছে এবং সার্বিকভাবে তাপমাত্রা নিম্নমুখী। তবে মঙ্গলবার ও বুধবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, এরপর আবারও কমার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, গঙ্গা অববাহিকা হয়ে উত্তর ও মধ্যাঞ্চলে ঘন কুয়াশা বিস্তৃত থাকায় শীতের প্রকোপ বেড়েছে। কুয়াশার কারণে সূর্যের আলো স্বাভাবিকের তুলনায় কম সময় পাওয়া যাচ্ছে। এর সঙ্গে বায়ুদূষণ যুক্ত হয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা শীতের তীব্রতা আরও বাড়াচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, আপাতত শীত ও কুয়াশা থেকে দ্রুত স্বস্তির সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের দেখা না মিললে কনকনে শীত আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।
এসআর
মন্তব্য করুন: