[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পাকিস্তানের প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ৯:২৭ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সাবেক বাংলাদেশ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যান। সেখানে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। হাইকমিশন পরিদর্শনের সময় ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহানসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
শোক বইয়ে স্বাক্ষর শেষে শেহবাজ শরীফ বেগম খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ প্রকাশ করেন।
এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিও শুভেচ্ছা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সফরের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার।
এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ঢাকায় তার জানাজায় অংশ নেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর