[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

এনইআইআর বাস্তবায়ন সাময়িক স্থগিত, জানাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ৬:১১ পিএম

সংগৃহীত ছবি

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম আপাতত তিন মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য জানিয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি বলেন, নির্ধারিত সময় শেষে এনইআইআর পদ্ধতি পুনরায় চালু করা হবে। পাশাপাশি এ সংক্রান্ত ঘটনায় আটক ১১ জনকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।


তবে কেন এই পদ্ধতি সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে এবং তিন মাস পর কীভাবে এটি বাস্তবায়ন করা হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, এনইআইআর ব্যবস্থার আওতায় দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোনের আইএমইআই নম্বর নিবন্ধনের মাধ্যমে অবৈধ বা চোরাই হ্যান্ডসেট শনাক্ত করার ব্যবস্থা রয়েছে।

এ সেবা তিন মাস বন্ধ থাকায় মোবাইল ফোনের বাজারে এর সম্ভাব্য প্রভাব নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর