আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের
৩২৫টি ভোটকেন্দ্রে এখনো বিদ্যুৎ সংযোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কেন্দ্রে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কমিশন।
রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়। ইসি জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশে নির্ধারিত ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখনো বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়নি।
চিঠিতে বলা হয়, সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন ভোটগ্রহণের স্বার্থে এসব ভোটকেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি। নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভিএম ব্যবহারের সুবিধা (যেখানে প্রযোজ্য) এবং প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যুৎ সংযোগ অপরিহার্য।
এ কারণে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগকে তাগিদ দেওয়া হয়েছে। কমিশন আরও জানায়, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে।
এসআর
মন্তব্য করুন: